Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দিবাকালীন শিশুযত্ন কেন্দ্র

দিবাকালীন শিশু যত্ম কেন্দ্রে নিম্ন আয়ের কর্মজীবি মহিলাদের দিনের বেলায় কাজের সুবিধার্থে তাদের ৫-৯ বছর বয়সী শিশুদের মায়ের অনুপস্থিতিতে মাতৃস্নেহে প্রতিপালন, প্রাক প্রাথমিক শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।

সেবা

  • মায়ের অনুপস্থিতিতে দিবাকালীন সময়ে শিশুকে প্রতিপালন
  • শিশুদের প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান

 

সেবা গ্রহীতা

  • কর্মজীবি দরিদ্র মহিলা
  • কর্মজীবি দরিদ্র মায়েদের ৫-৯ বছর বয়সী সন্তান।

 

কার্যক্রম বাস্তবায়ন সংশ্লিষ্টগণ

সমাজসেবা অধিদফতরের প্রতিষ্ঠান শাখা সরকারি শিশু পরিবার/সদন পরিচালনা করে। পরিচালক (প্রতিষ্ঠান) এর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক, সমাজসেবা অফিসার সদর দপ্তর পর্যায়ে এবং মাঠপর্যায়ে উপতত্ত্বাবধায়ক দিবাকালীন শিশু যত্ম কেন্দ্রে পরিচালনার সাথে সংশ্লিষ্ট। জেলা পর্যায়ের উপ-পরিচালক ও সহকারী পরিচালক মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান তদারকি এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে থাকেন। মাঠ পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্বে একটি ব্যবস্থাপনা কমিটি কার্যক্রম বাস্তবায়ন কমিটি ছোটমনি নিবাস পরিচালনা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ছোটমনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক উক্ত কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করেন।

 

সেবাদান কেন্দ্র

  • দিবকালীন শিশু যত্ন কেন্দ্র, আজিমপুর, ঢাকা।

 

নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্র

  • দিবাকালীন শিশু যত্ম কেন্দ্রে পরিচালনায় কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে কর্তৃপক্ষকে অবহিত করা;
  • শিশুদের শিক্ষার গুণগতমান উন্নয়নে যে কোন সহযোগিতা;
  • শিশুদের প্রতি সহমর্মি আচরণ করা;
  • শিশুর পরিপূর্ণ বিকাশে যে কোন ধরণের সহযোগিতা।

 

সেবা প্রদানের সময়সীমা

  • আসন খালি সাপেক্ষে তাৎক্ষণিকভাবে ভর্তি।
  • ভর্তির পর শিশুর বয়স ৯ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।
  • প্রতিদিন সকাল ৭.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।

 

যার সাথে যোগাযোগ করতে হবে

ক্রম

প্রতিষ্ঠানের নাম ঠিকানা

কর্মকর্তার নাম ও পদবি

অনুমোদিত আসন

মোবাইল নম্বর ও ই-মেইল

০১

দিবাকালীন শিশু যত্ন কেন্দ্র

আজিমপুর, ঢাকা

জনাব  শিরিন সুলতানা

উপতত্ত্বাবধায়ক

৫০

মোবাইল - ০১৭১৭ ৭৯৪০৮০

dys.dcc.dhaka@dss.gov.bd