শিরোনাম
জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ উদযাপন
বিস্তারিত
"সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রায়গঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত হলো জাতীয় সমাজসেবা দিবস ২০২৪।
এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো: ইলিয়াস হাসান শেখ, সহকারী সমাজসেবা অফিসার জনাব মো: শওকত আলী এবং উপজেলা সমাজসেবা কার্যালয় রায়গঞ্জ, সিরাজগঞ্জের কর্মচারীসহ আরো অনেকে।
এছাড়া জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়।